শ্বশুরবাড়ি যাওয়া হল না শারমিনের

 In শীর্ষ খবর
হাতে মেহেদি, পরনে লাল শাড়ি। বিয়ের পর স্বামীর পাশে বসে বরযাত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন নববধূ শারমিন আক্তার তুলি।

কিন্তু আর শ্বশুরবাড়ি যাওয়া হলো না তার। মেহেদির রঙ শুকাতে না শুকাতে নিজের রক্তে রাঙা হলেন তুলি।

শুক্রবার রাতে স্বামী ও বরযাত্রীর সঙ্গে মাইক্রোবাসে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নেয়।

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তার স্বামীও গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় ওই নববধূর বাবার বাড়ি ও শ্বশুরবাড়িতে চলছে শোকের মাতম।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের সামনে কাওয়ালীপাড়া-বারবাড়িয়া সড়কে বিপরীত দিকে আসা মাটিবহনকারী একটি ট্রাক ওই নববধূকে বহনকারী মাইক্রোবাসকে চাপা দেয়।

ধামরাই থানার ডিউটি অফিসার এসআই আবু সাঈদ জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই ওই নববধূ মারা যায়। আহত হন তার স্বামী জুয়েল হোসেন। তাকে স্থানীয় গণস্বাস্ব্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Recent Posts

Leave a Comment