অর্থকষ্টে পঙ্গু কৃষকের আত্মহত্যা!

 In লিড নিউজ
ফরিদপুরের নগরকান্দায় অর্থকষ্ট সইতে না পেরে এক পঙ্গু কৃষক মঙ্গলবার ভোরে বাড়ির পাশের আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রায় ৪ বছর আগে কৃষিকাজ করতে গিয়ে পা ভেঙে যায় লস্করদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামের শেখ ইসমাইলের ছেলে শেখ সহিদের (৪২)।

বিভিন্ন ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা নিলেও অর্থাভাবে মানসম্পন্ন চিকিৎসার অভাবে সুস্থ্য হয়ে সাভাবিক জীবনে আর ফিরতে পারেননি দরিদ্র কৃষক শেখ সহিদ।

পা ভেঙে পঙ্গু হয়ে যাওয়ায় এবং পায়ে ভীষণ যন্ত্রণা হওয়ায় কর্মহীন হয়ে যান তিনি। মাঝে মধ্যে ঝালমুড়ি বিক্রি করলেও তাতে সংসারে প্রতিদিন এক বেলা খাবার জুটত না।

স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে সংসার চালাতে ব্যর্থ হয়ে এবং পায়ের যন্ত্রণা সইতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন হতভাগা ওই কৃষক।

স্থানীয় ইউপি মেম্বার কারুল হাসান জানান, শেখ সহিদ শত কষ্টের মধ্যেও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন।

সোমবার তিনি স্থানীয় মসজিদে এসে এশার নামাজ আদায় করেন এবং মসজিদে আগত মুসল্লিদের কাছে কোনো অন্যায় করে থাকলে ক্ষমা চান।

মঙ্গলবার ভোরে তাদের বাড়ির উত্তর পাশের আম গাছে সহিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম বলেন, এ ব্যাপারে নগরকান্দা থানায় ইউডি মামলা হয়েছে।

Recent Posts

Leave a Comment