ভারতে টেস্ট খেলার এটাই আদর্শ সময় : হাথুরুসিংহে

 In খেলাধুলা

টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ১৭ বছর পর ভারতের মাটিতে প্রথম বারের মতো টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। কেন প্রতিবেশি দেশে টেস্ট খেলতে এতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো, সেটা অন্য প্রসঙ্গ। তবে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, সঠিক সময়েই ভারতের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ।
বৃহস্পতিবার হায়দ্রাবাদে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। তার আগে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাতকারে বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ কথা বলেছেন আরও অনেক বিষয় নিয়েই। তবে ভারতের মাটিতে টেস্ট খেলতে এটাই বাংলাদেশের জন্য সেরা সময় কিনা, এমন প্রশ্নের উত্তরে হাথুরুসিংহে বলেছেন, ‘আমিও তাই মনে করি। বাংলাদেশ এখন বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। আরও একটা কারণ হলো, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ভারতের সঙ্গে ভালো খেলছে। আমি মনে করি, ভারতের সঙ্গে ভারতের মাটিতে খেলার জন্য এটাই আদর্শ সময়। ভারত বিশ্বের এক নম্বর দল। নিজেদের অবস্থান যাচাই করার জন্য এই চেয়ে ভালো সুযোগ আর হয় না!’
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকের চোট নিয়ে একটা ধোয়াশা অবশ্য রয়েই গেছে। কোচ হাথুরুসিংহেও ধোয়াশাটা পরিস্কার করেননি। তবে বলেছেন, সেরা একাদশ নিয়েই নামবেন মাঠে। টেস্ট ক্রিকেটে অনেক দিন ধরেই ফর্মে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। হাথুরুসিংহে আশাবাদী ভারতের বিপক্ষেই ফর্মে ফিরবেন মাহমুদউল্লাহ, ‘ওর রান না পাওয়াটা একটা বড় সমস্যা। তবে সে অভিজ্ঞ। তাছাড়া অন্য সংস্করণের ক্রিকেটে সে ঠিকই ভালো করছে। হায়দ্রাবাদ টেস্ট তার জন্য ফিরে আসার দারুণ একটা সুযোগ। আশা করি সে ঘুরে দাঁড়াবে।’
বাংলাদেশি ক্রিকেটাররা আবেগি। হাথুরুসিংহকে কথা বলতে হয়েছে এ ব্যাপারেও। বাংলাদেশ কোচ বিষয়টার ইতিবাচক ব্যাখ্যাই দিয়েছেন, ‘আমরা সবাই মানুষ। আর মানুষ হিসেবে আবেগ থাকবেই। এখন কথা হলো, আবেগটাকে আপনি কীভাবে কাজে লাগাবেন। যদি আবেগটা ভালোভাবে কাজে লাগান, তা আপনাকে আরও ভালো পারফরম্যান্স করতে সাহায্য করবে। ভারতের অধিনায়ককেই দেখুন, সে তার আবেগকে কাজে লাগিয়ে নিজের পারফরম্যান্সের উন্নতি করেছে। একজন ক্রিকেটার যত অভিজ্ঞ হবে, যত বেশি ক্রিকেট খেলবে, ততই সে তার আবেগকে কাজে লাগাতে পারবে।

Recent Posts

Leave a Comment