গুচ্ছ গুচ্ছ নতুন বই

 In শিল্প-সাহিত্য

বইমেলা মানেই হরেক রকম বইয়ের বিপুল সমাহার। প্রবন্ধ, নিবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, শিশুসাহিত্য, ভ্রমণ, আত্মজীবনী_ এমন সব বিচিত্র বই আর বর্ণিল প্রচ্ছদে মুখর হয়ে চলছে অমর একুশে বইমেলা। মেলার দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত কিছু বইয়ের খবর এখানে পত্রস্থ হলো… গ্রন্থনায় আবদুল্লাহ আল মামুন
প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা

বীরের এ রক্তস্রোত মাতার এ অশ্রুধারা- রফিকুল ইসলাম, আগামী।। ঊনসত্তরের গণ-আন্দোলন ও বঙ্গবন্ধু- তোফায়েল আহমেদ, আগামী প্রকাশন।। অভিমানী নদী ও নিসর্গ- বিপ্রদাশ বড়ূয়া, কথাপ্রকাশ।। উনিশ শতকের নব চেতনা ও বাংলা কাব্যের গতিপ্রকৃতি- ময়ূখ চৌধুরী, অ্যাডর্ন পাবলিকেশন।। উনিশ শতকের পূর্ববঙ্গের থিয়েটার ও নাটক- মুনতাসীর মামুন, সময়।। ধ্বনি আর ধ্যানী- মারুফ রায়হান, চিত্রা প্রকাশনী।। কথা চলচ্চিত্রের-শাহাদুজ্জামান, চৈতন্য।। সৌরজগত- আসিফ…..।। বাংলা কথাসাহিত্যে মানব ভাবনা- সৈয়দ আজিজুল হক, কথাপ্রকাশ।। জাদুবাস্তবতা ও অন্যান্য- আনোয়ার কামাল, এবং মানুষ প্রকাশনী।। অনুকথা :মন দর্শন জীবন [তৃতীয় খ ]- অপূর্ব চৌধুরী, আগামী।। নীলপদ্ম- ফখরে আলম, বিদ্যা প্রকাশ।। কবিতার সময় ও মনীষার দান- মোহাম্মদ নূরুল হক, প্লাটফর্ম।। জঙ্গিবাদ, গণতন্ত্র, আইনের শাসন- আমীন আল রশীদ, ঐতিহ্য।। শম্ভুনাথ চট্টোপাধ্যায় :কবিতার দিকে একজন- নূরুল হক, বেহুলাবাংলা।। জরুরি আইনের সরকারের দুই বছর- ড. খন্দকার মোশাররফ হোসেন, আহমদ পাব. হাউস।। দিলওয়ার :পৃথিবী স্বদেশ যার- সম্পা. :ইসহাক কাজল, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।। বঙ্গবন্ধু পরিবার ও বাংলাদেশ- ড. মো. আসলাম ভূঁইয়া, নবরাগ প্রকাশনী।। ইউরোপীয় রেনেসাঁ ও ইসলাম- মু. আবুল কাশেম ভূঁইয়া, বাংলা প্রকাশ।। গুলশান ট্রাজেডি ও আল কায়দা নেটওয়ার্ক- সুদীপ্ত সালাম, শ্রাবণ প্রকাশনী।। পরিবেশ ও এর দূষণ- নাসরিন আলম, লেখালেখি।। আত্মদার্শনিক প্রেক্ষিতে কবিতার অবস্থান- সরদার মোহম্মদ রাজ্জাক, গতিধারা।

কবিতা

মাটির সম্ভার- মহাদেব সাহা, অনন্যা।। জলে খুঁজি ধাতব মুদ্রা- মাহবুবুল হক শাকিল, অন্বেষা প্রকাশনী।। স্বপ্নে-সতীনে সব সত্যনাশ- আশরাফ আহমেদ, অন্যপ্রকাশ।। শিখিয়েছিলাম- মনজুরে মওলা, অন্যপ্রকাশ।। নাম ও নৈবেদ্য- দেবাশীষ মিত্র, চৈতন্য।। প্রথম রাতের উপাসনা- সরকার আমিন, চৈতন্য।। ঘোর ও শূন্য জলধিপূরাণ- শোয়াইব জিবরান, চৈতন্য।। রজতমুদ্রা-অনু ইসলাম, দৃষ্টি প্রকাশনী।। প্রেম বিরহের অনুকাব্য- ইকবাল হাসান, পরিবার পাব.।। শ্রীমতি প্রজাপতি রায়- আহমেদ স্বপন মাহমুদ, তিউড়ি প্রকাশন।। নিঝুম মল্লার- পিয়াস মজিদ, পাঞ্জেরী।। কম্পিত বিন্দুর ধারণা- চঞ্চল মাহমুদ, চৈতন্য।। ডুমুরের আয়ু- শামীম হোসেন, প্লাটফর্ম।। এ আমি অন্য কেউ- খালেদ হোসাইন, অনিন্দ্য প্রকাশ।। সুখী ধনুর্বিদ- রাসেল রায়হান, প্লাটফর্ম।। কাক তার ভোরের কোকিল- কাজী নাসির মামুন, প্লাটফর্ম।। শূন্যতার রঙতুলি- দীনা আফরোজ, দৃষ্টি প্রকাশনী।। পোড়া ইটের দেহ- তন্ময় আলমগীর, কালো।। আমি আপেল নীরবতা বুঝি- নীহার লিখন, আহাম্মদিয়া লাইব্রেরী।। জেগে ওঠে ফিনিক্স পাখি- শাহীন মাহমুদ, বলাকা প্রকাশন।। বোকাকিত্ব- শাহান কবন্ধ, ঐতিহ্য।

ছোটগল্প

রক্তজবাদের কেউ ভালোবাসেনি- মৌলি আজাদ, আগামী।। কাকাতুয়ার মন খারাপ- ঝর্ণা দাশ পুরকায়স্থ, সাহস পাবলিকেশন্স।। রক্তমূলে বিচ্ছেদ- সাদিয়া মাহ্জাবিন ইমাম, অন্যপ্রকাশ।। পঁচিশ বছর আগে দেখা একটা মুখ- বাসার তাসাউফ, পরিবার পাবলিকেশন্স।। নির্বাচিত গল্প- রফিকুর রশীদ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।। স্ট্যাটাস- সুধাংশু শেখর বিশ্বাস, নালন্দা।। নির্বাচিত গল্পের বই- পাপড়ি রহমান, চৈতন্য।। কয়লা নামে কোনো জায়গা নেই- নাসিমা আনিস, বটেশ্বর।। বিচ্ছিন্ন সংযোগ- বদরুন নাহার, প্রকৃতি প্রকাশনী।। না-মানুষ- চন্দন চৌধুরী, বেহুলাবাংলা।। প্রহেলিকা- দীপঙ্কর দীপক, মিজান পাবলিশার্স।। মীরার মায়াবী মুখ- মোঃ আসিফ উর রহমান, ভাষাচিত্র।। ত্রিপাদ ঈশ্বরের জিভ- চন্দন আনোয়ার, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।। ক্রুশপথে নিখোঁজ গল্প- মাহবুব ময়ূখ রিশাদ, অনিন্দ্য প্রকাশ।। জোয়ারের জল এবং কাগজের নৌকা- জামাল রেজা, অনিন্দ্য প্রকাশ।। আত্মমগ্ন শঙ্খচিল- সুপ্রসাদ গোস্বামী, বিদ্যা প্রকাশ।। একাত্তরের গল্প- কাজী হাসান, নন্দিতা প্রকাশ।। সমির সাহেবের টাক মাথা- মুহাম্মদ ইব্রাহীম, তৃণলতা।

উপন্যাস

দুর্বিনীত কাল- জ্যোতিপ্রকাশ দত্ত, পাঞ্জেরী।। নিরন্তর ঘণ্টাধ্বনি- সেলিনা হোসেন, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।। একাত্তরের মোসলেম ডাকাত- ইমদাদুল হক মিলন, আদিগন্ত প্রকাশন।। বিষাদ নদী- মোহিত কামাল, অন্যপ্রকাশ।। অগি্নকন্যা- মোস্তফা কামাল, পার্ল পাবলিকেশন্স।। দ্বিতীয় পুরুষ- সৈয়দ ইকবাল, দি রয়েল পাব.।। ঈশ্বরের সন্তানেরা- মুস্তাফিজ শফি, কথাপ্রকাশ।। মন্দ্রজাল- মাহবুব আজীজ, কথাপ্রকাশ।। পর সমাচার এই যে- শান্তনু চৌধুরী, দেশ পাবলিকেশন্স।। নির্বাচিত উপন্যাস- আসিফ নজরুল, অনন্যা।। শেষ জাহাজের আদমেরা- স্বকৃত নোমান, অনিন্দ্য প্রকাশ।। জিগীষা- বুলবুল মহলানবীশ, বেহুলাবাংলা।। নীল, এই যে আমি!- সুমন্ত আসলাম, কথাপ্রকাশ।। বুনোকলির রক্তবীজ- খালিদ মারুফ, আগামী।। ক্রাইসিস- অরুণ কুমার বিশ্বাস, অন্যপ্রকাশ।। বস্তির নাম ৭৪২- মাহবুব-উল-আলম চৌধুরী, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।। সেরা ৫ উপন্যাস- মোশতাক আহমেদ, অনিন্দ্য প্রকাশ।। দারবিশ- লতিফুল ইসলাম শিবলী, নালন্দা।। মানবজনম- সাদাত হোসাইন, ভাষাচিত্র।। একটি বিদ্যালয় বৃত্তান্ত- সাহাদাত পারভেজ, অ্যাডর্ন পাবলিকেশন।। ক্যাম্পাসের প্রিয়তমা- রণজিৎ সরকার, শব্দশৈলী।। এই বসন্তে এসো- ইমন চৌধুরী, সিঁড়ি প্রকাশন।। দীঘির কালো জল- শামসুদ্দিন আহমেদ, অনন্যা।

জীবনস্মৃতি/ ভ্রমণ/ ব্যক্তিত্ব

শেষ চিঠি- আয়েশা ফয়েজ, তাম্রলিপি।। স্মৃতিময় কর্মজীবন- আবুল মাল আবদুল মুহিত, চন্দ্রাবতী একাডেমি।। কাছের মানুষের মুখ- ফরিদুর রেজা সাগর, অনন্যা।। আত্ম-জীবন- ভাই গিরিশচন্দ্র সেন, কথাপ্রকাশ।। আমার রবীন্দ্রনাথ- আজহারুল হক ফরাজী, অনিন্দ্য প্রকাশ।। স্মৃতিসত্তার সৈয়দ হক- পিয়াস মজিদ, অন্যপ্রকাশ।। মুজতবা কথা- সৈয়দ মুতার্জা আলী, উৎস প্রকাশন।। পরবাসের রঙিন মানুষ- মঈনুস সুলতান, উৎস প্রকাশন।। শুরু হোক হিমালয়- আখলাকুর রহমান রাহী, ছায়াবীথি প্রকাশনী।। প্রবাস-জীবন- সামছুদ্দীন আজাদ, বিদ্যাপ্রকাশ।। তাদের চোখে আমার দেখা- সোনালী ইসলাম, বেহুলাবাংলা।।

শিশু-কিশোর/ ছড়া/ অ্যাডভেঞ্চার/ সায়েন্স ফিকশন

সেরা সাত সায়েন্স ফিকশন- হুমায়ূন আহমেদ, অবসর।। আবারো টুনটুনি ও আবারো ছোটাচ্চু- মুহম্মদ জাফর ইকবাল, পার্ল পাবলিকেশন্স।। রং পাতার গাছ- ধ্রুব এষ, ময়ূরপঙ্খি।। কালাদিঘি রহস্য- ইকবাল খন্দকার, কথাপ্রকাশ।। তুহিন ও দুঃসাহসী বন্ধুরা- বদরুল আলম, বিভাস।। রূপকথার ভিনদেশী- হাসান হাফিজ, সময়।। হারিয়ে যাওয়া তোতাপাখি- শামীম আল আমিন, শৈশব প্রকাশনী।।

টুঙ্গিপাড়ার খোকা- আহমেদ রিয়াজ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।। এখন রূপোশ অনেক ছোট- সাইয়েদ জামিল, সাহস পাবলিকেশন্স।। পৃথিবীর জন্য ভালোবাসা- আরিফ খন্দকার, অনিন্দ্য প্রকাশ।। বিচ্ছু গেরিলা- ইসহাক খান, বাংলা প্রকাশ।। ছোট্ট রাজকন্যা- মঈন আহমেদ, পাঞ্জেরী।। মজার মজার গল্পকথা- তাহমিনা খলিল, ঝিঙেফুল।। আমার রবীন্দ্রনাথ- আজহারুল হক ফরাজী, অনিন্দ্য প্রকাশ।। তরু-নৃ- আসিফ মেহদী, অনিন্দ্য প্রকাশ।। ছায়াবীথি তলে- নঈম নজরুল, পঙ্খীরাজ।। অদ্ভুতুড়ে বইঘর- শরীফুল হাসান, আলেকজান্দ্রিয়া।। হাতির ওজন কত- হুমায়ূন কবীর ঢালী, বাংলা প্রকাশ।। ভয়ংকর ৩ অ্যাডভেঞ্চার- রহীম শাহ্, প্রিয় প্রকাশ।

অনুবাদ/রম্য

হ্যামলেট- সৈয়দ শামসুল হক, অন্যপ্রকাশ।। বিশ্ব সেরা সমকালীন ছয় কবির কবিতা- আমিনুর রহমান, অ্যাডর্ন পাবলিকেশন।। খুশবন্ত সিং-১- অনু. আন্দালিব রাশদী, কথাপ্রকাশ।। রুবাইয়াত- বুলবুল সরওয়ার, ঐতিহ্য।। হেডহান্টারস- জো নেসবো, অনু. শাহেদ জামান, বাতিঘর প্রকাশনী।। জ্যাক অ্যান্ড জিল- জেমস প্যাটারসন অনু. সাঈদ শিহাব, আদী প্রকাশন।। হান্টার/অনুসরণ- জন হান্টার, অনু. খসরু চৌধুরী, তূর্য।। অর্চি ও শার্লক হোমস- মার্ক টোয়েন, অনু. সাঈম শামস্, রাত্রী প্রকাশনী।। স্ফেয়ার- মাইকেল ক্রাইটন/ অনু. নাভিদ হোসেন, রোদেলা।। সমস্যাডা শুধুই জাফর ইকবালে- মৃদুল আহমেদ, বাংলা কবিতা প্রকাশন।। খুলিও কোর্তাসারের কবিতা- অনু. শৌভিক দে সরকার, বেহুলাবাংলা।। জালালুদ্দিন রুমির কবিতা- অনু. কাজী জহিরুল ইসলাম, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।

অন্যান্য

কানাডার হাঁড়ির খবর, নাড়ির খবর- সাইফুল্লাহ মাহমুদ দুলাল, সময়।। ডায়াবেটিসের মজাদার রান্না- কেকা ফেরদৌসী, অনন্যা।। হরিশংকর জলদাসের অন্তরঙ্গকথা- মহি মুহাম্মদ, অবসর।। দশটি অনুবাদ নাটক- শাহাদৎ রুমন, ভাষাচিত্র।। মনের ব্যাকরণ- জাহাঙ্গীর সুর, দেশ পাবলিকেশন্স।। সায়মন ড্রিং ও অন্যান্যের একাত্তর- রাহাত মিনহাজ, শ্রাবণ প্রকাশন।। গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য- সাহাদাত পারভেজ, উৎস প্রকাশন।। যন্ত্ররা যেভাবে কাজ করে- সৌমেন সাহা, তূর্য প্রকাশনী।। ক্যারিয়ার ক্যারিশমা :সাফল্যের সাতপাঠ- নাজমুল হুদা, আলোঘর।। গণিতের সৌন্দর্য- ইমতিয়াজ আহমেদ, ছায়াবিথী।। এই আমাদের বাংলাদেশ- সুব্রত বড়ূয়া, অনুপম প্রকাশনা।। মহাবিশ্ব কি সবসময় বর্তমান?- খায়রুল আলম মনির, তৃণলতা।

Recent Posts

Leave a Comment