ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিমি যানজট

 In শীর্ষ খবর

দুর্ঘটনা ও সড়কে গাড়ি বিকলের জের ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ৬০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের বাইপাস পর্যন্ত এই যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরের জামুরিক এলাকায় এক সেনা কর্মকর্তার প্রাইভেটকার ও একটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। শুরু হয় মহাসড়কে যানজট। শুক্রবার ভোরে মির্জাপুরের গোড়াই এলাকায় একটি মালবাহী ট্রাক সড়কে বিকল হয়। প্রায় একই সময়ে কালিয়াকৈর ওভার ব্রিজের ওপর পরপর কয়েকটি ট্রাক ও বাস বিকল হলে যানজট তীব্র আকার নেয়।

মির্জাপুর বাইপাস,দেওহাটা ও পাকুল্যা এলাকায় বিপুলসংখ্যক গাড়ি থেমে স্থবিরতা দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. আতাউর রহমান জানান, বিকল যানগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Recent Posts

Leave a Comment