মৃত্যুর পর অর্থ পরিশোধ করতে হবে না

 In দেশের ভেতর, ব্যবসা বাণিজ্য
সরকারের কাছ থেকে ঋণ নিয়ে কোনো চাকরিজীবী মৃত্যু বা অক্ষমতাজনিত কারণে অবসরে গেলে অর্থ পরিশোধ করতে হবে না।

সম্প্রতি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মৃত্যুর পর ঋণ আদায়ে সংশোধিত নীতিমালার পরিপত্র জারি করেছে অর্থ বিভাগ।

সেখানে অনাদায়ী আসল সুদ আদায়ে প্রশাসন ও ব্যয় নিয়ন্ত্রণের অতিরিক্ত সচিবকে প্রধান করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি নিন্মলিখিত ক্ষেত্রে সুপারিশ করবে বলে জানা গেছে।

পরিপত্রে বলা হয়, ঋণগ্রহীতা সরকারি চাকরিজীবী মৃত্যুবরণ বা অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণ করলে আসল ও সুদ মওকুফের বিষয় কমিটি বিবেচনা করবে। তবে প্রাপ্য গ্র্যাচুইটি মৃত্যুর পূর্বে নিষ্পত্তি হলে তাদের মওকুফ প্রস্তাব বিবেচনা হবে না। দায়দেনা গ্রস্ত, নিঃস্ব পরিবার ও পরিজন রেখে মৃত্যু হলে সেক্ষেত্রে আসল ও সুদ মওকুফযোগ্য হবে।

পরিপত্রে আরও বলা হয়, প্রাপ্য গ্র্যাচুইটি মোট ১২ লাখ টাকা বা তার বেশি হলে সেক্ষেত্রে আসল ও সুদ মওকুফ হবে না

Recent Posts

Leave a Comment