হামাসের ড্রোন ভূপাতিত করার দাবি ইসরাইলের

 In দেশের বাইরে

২০১৪ সালে প্রতিষ্ঠাবার্ষিকীর প্যারেডে ড্রোন প্রদর্শন করে হামাস
ফিলিস্তিনের গাজা থেকে ভূমধ্য সাগরে যাওয়ার পথে হামাসের একটি চালকবিহীন বিমানকে (ড্রোন) গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইসরাইলি বিমান বাহিনী।

বৃহস্পতিবার বিকালে ড্রোনটিকে একটি যুদ্ধ বিমান ভূপাতিত করে বলে এক বিবৃতিতে জানায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

পরে ড্রোনটি গাজা উপকূলের কাছে সাগরে বিধ্বস্ত হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হলেও বিমানটির আকার এবং নকশা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

তবে এ ড্রোন ভূপাতিত করার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ফিলিস্তিনি এ প্রতিরোধ সংস্থাটি আগে জানিয়েছিল ড্রোন তৈরির সক্ষমতা অর্জন করেছে তারা।

আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নারও জানিয়েছেন, হামাস ড্রোন প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে। বিশেষ করে গত দুই বছরে এ সংক্রান্ত সমৃদ্ধি অর্জন করেছে।

Recent Posts

Leave a Comment