চাঁদপুরে শিশু মানবসেতু পার হওয়ার চেয়ারম্যানের জামিন

 In প্রধান খবর, শীর্ষ খবর, হাইমচর উপজেলা

চাঁদপুর প্রতিনিধি ঃ

চাঁদপুরের হাইমচরে শিশু মানবসেতু পার হওয়া উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর জামিন আবেদন মঞ্জুর করেছে নারী ও শিশু আদালত। বুধবার বিকেলে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং শিশু আদালতের বিচারক মামুনুর রশিদ পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে এই জামিন প্রদান করেন।
দীর্ঘ দুই মাস পর বুধবার দুপুরে নূর হোসেন পাটওয়ারী চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালতে নূর হোসেনের পক্ষ-বিপক্ষে আইনজীবীরা যুক্তি তুলে ধরেন। শুনানী শেষে বিকেলে আদালত অভিযুক্ত চেয়ারম্যান নূর হোসেনকে জামিন প্রদান করেন।

চাঁদপুর কোর্ট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, চেয়ারম্যান সাহেবকে অস্থায়ী ভিত্তিতে জামিন দেয়া হয়েছে।

নূর হোসেন পাটওয়ারী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে গত ৩০ জানুয়ারি ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের একটি পর্বে শিক্ষার্থীদের তৈরি ‘মানবসেতু’ পার হন। এ ঘটনায় এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারীসহ ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

Recent Posts

Leave a Comment