ছয় মাস পর বাসায় সাকাপুত্র হুম্মাম

 In জাতীয়, শীর্ষ খবর

নিখোঁজের ছয় মাস পর বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীর ছেলে।

সালাউদ্দীন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াসউদ্দীন কাদের চৌধুরী বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় ফোনে বলেন, বৃহস্পতিবারই ভোররাত আড়াইটার দিকে ঢাকার ধানমন্ডি এলাকায় বাসার কাছে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের পাশে কে বা কারা হুম্মামকে রেখে যায়। সে কিভাবে এলো, কারা নিয়ে গিয়েছিলো, কারা দিয়ে গেলো এসব নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে এখনো কথা বলেনি হুম্মাম। তার মানসিক অবস্থা ভালো নয়। সে এখন বিশ্রামে আছে।

হুম্মামের বাবা সালাউদ্দীন কাদের চৌধুরীকে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০১৫ সালের নভেম্বরে। তিনি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তার ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

Recent Posts

Leave a Comment