মধ্যরাত্রির মাতাল : মুহাম্মদ ফরিদ হাসান

 In শিল্প-সাহিত্য

রাতকে বলো গোলাপ হবো-
স্কুল পেরিয়ে ছুটন্ত ঘুড়ির পেছন পেছন
তুমিও ওড়ে যেও পালক হয়ে
যদি না পাও কাঁটা কিংবা নিঃশ্বাসের চিবুক
তবে মিশে যেও মেঘে মেঘে, কোমল সুরায়-

আমি মধ্যরাত্রির উন্মাদ, মাতালের চোখ
বৃক্ষের পথে গোলাপ হতে শিখিনি কখনো…

Recent Posts

Leave a Comment