তেলের দাম সমন্বয় করলে প্রবৃদ্ধি বেশি হতো : অর্থমন্ত্রী

 In জাতীয়

জাতীয় বাজেট নিয়ে ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এনটিভি ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি চলছে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে। ছবি : এনটিভি
সংশ্লিষ্ট খবর
ব্যাংকিং খাত যে খুব সুষ্ঠু সেটা বলতে পারি না : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘জ্বালানি তেলের দামের সমন্বয় করা হয়নি। এটা করলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি হতে পারত। আমরা এটা করব।’

আজ মঙ্গলবার ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। এনটিভি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে এনটিভি।

অর্থমন্ত্রী বলেন, ‘১৫ শতাংশের ভ্যাটের কথা ২০১২ সাল থেকেই বলছি। ২০১২ সাল থেকে ভ্যাট আইন জারি করা হয়েছে। এটা এখনো কার্যকর হয়নি। এবার কার্যকর করব।’

অর্থমন্ত্রী বলেন, ‘কৃষিক্ষেত্রে আমরা অসাধারণ রেকর্ডের অধিকারী কারণ আমরা কৃষককে সাহায্য করছি। কৃষিঋণ এখন কৃষকদের জন্য সহজ। তাঁরা কৃষিঋণ পান।’

আবুল মাল আবদুল মুহিত আরো বলেন, ‘দক্ষতা বৃদ্ধিতে আমরা যে উদ্যোগ নিয়েছি এবং যা হচ্ছে তা নিয়ে আমি গর্ববোধ করি। আমি গত বাজেট বক্তৃতায় বলেছি তখন বলেছি দক্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’ তিনি আরো বলেন, নারীদের ক্ষমতায়নে যা যা দরকার, করা হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করছেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

এ ছাড়া উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

Recent Posts

Leave a Comment