সিরাজগঞ্জে তীর সংরক্ষণ বাঁধে ধস

 In প্রধান খবর

এ বি এম ফজলুর রহমান, পাবনা

সিরাজগঞ্জের কাজীপুরে শুভগাছা এলাকায় যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার এলাকাজুড়ে ধস দেখা দিয়েছে। আজ বুধবার দুপুর থেকে সদর উপজেলায় যমুনার পশ্চিম তীর সংরক্ষণ বাঁধের বাহুকা টুটুলের মোড় অংশে এ ধস শুরু হয়।

গতকাল মঙ্গলবার চৌহালীতে ৭০ মিটার বাঁধ ধসে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কাজীপুরে বাঁধ ধসের ঘটনা ঘটল।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুর থেকে হঠাৎ করেই টুটুলের মোড় এলাকায় বাঁধে ধস শুরু হয়। বিকেল পর্যন্ত বাঁধটির প্রায় ৪০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এদিকে প্রায় দুই মাস ধরে সদর উপজেলায় বাহুকা টুটুলের মোড় পয়েন্টে ভাঙন অব্যাহত আছে।

এ ছাড়া টুটুলের মোড়, বাহুকা, শুভগাছা এলাকার প্রায় তিন শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধটি ভেঙে গেলে শুভগাছা, বাহুকা, বেড়ের চর, চিলগাছা রতনগান্ধি খুকশিয়া, গজারিয়া, সড়াতৈলসহ প্রায় ১০টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, হঠাৎ করেই টুটলের মোড় অংশে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে এ ধস দেখা দিয়েছে। এ ছাড়া পাঁচঠাকুরী-ক্ষুধবান্ধি বাঁধটির বেশ কিছু অংশ ঝুঁকিপূর্ণ আছে। তবে এ অঞ্চলসহ কাজীপুরের মেঘাই অঞ্চল মিলে সাত কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) অনুমোদনের অপেক্ষায় আছে। ওই প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন থেকে রক্ষা পাবে এলাকাবাসী।

Recent Posts

Leave a Comment