শেরপুরে অপহৃত ভারতীয় তরুণ উদ্ধার, যুবক আটক

 In দেশের ভেতর

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে অপহৃত ভারতীয় এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহমদনগর বাজার এলাকা থেকে ওই তরুণকে উদ্ধার করা হয়।

ওই ভারতীয় তরুণের নাম দাজিদ বাসিমৈত (১৮)। তাঁর বাড়ি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম খাসিয়াপাহাড় জেলার নংস্ত্রৈন এলাকায় বলে জানা গেছে।

আটক যুবকের নাম আল আমিন (২৮)। তাঁর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভালুকাকুড়া গ্রামে।

পুলিশ জানায়, গত ৩ মে মেঘালয়ের নংস্ত্রৈন শহর থেকে অপহরণের শিকার হন দাজিদ বাসিমৈত। এরপর ৫ মে বাংলাদেশের একটি নম্বর থেকে দাজিদের বাবার কাছে মুক্তিপণ দাবি করে ফোন করা হয়। দাজিদের বাবা সেখানকার পুলিশকে বিষয়টি জানান। ভারতীয় পুলিশের পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশ পুলিশকে জানানো হয়। পরে নম্বরটি ট্র্যাকিং করে ঝিনাইগাতীতে অবস্থান নিশ্চিত হয় পুলিশ। শেরপুরের পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গনির নেতৃত্বে পুলিশের একটি দল আহমদনগর থেকে দাজিদকে উদ্ধার করে।

পুলিশের ধারণা, ভারতের একটি চক্র দাজিদকে অপহরণ করে বাংলাদেশে তাদের সহযোগীদের কাছে রেখে যায়।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব ভারতীয় সেই তরুণকে উদ্ধারের চেষ্টা করেছি। তাই তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’

এসপি আরো জানান, ওই তরুণ কীভাবে বাংলাদেশে এলো, তাঁকে অপহরণ করা হয়েছে কি না, তদন্তের পর সেসব বিষয়ে বলা যাবে।

Recent Posts

Leave a Comment