কচুয়ায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে আহত ১০

 In চাঁদপুর

 

কচুয়া উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। এরা হচ্ছে যুবলীগ নেতা ডাঃ মাসুদ, ইকবাল, অহিদ রেজা, ছাত্রলীগ নেতা এমরান ও স্বপন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

জানা যায়,  শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর উপজেলার ৪ নং সহদেবপুর ইউনিয়নের পালাখাল গ্রামে একটি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি ফলক উন্মোচন করতে আসেন। এমপির উপস্থিতিতেই বিগত বিভিন্ন নির্বাচনে দলের বিরুদ্ধে কাজ করায় দল থেকে অব্যাহতিপ্রাপ্তরা তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে হট্রোগোল শুরু করে। পরে ড. মহীউদ্দীন খান আলমগীরের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়। সংসদ সদস্য অবস্থার গুরুত্ব উপলব্ধি করে দ্রুত ৩৩/৩১ কেভি সঞ্চালন লাইনের বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তি ফলক উন্মোচন করে দ্রুত অনুষ্ঠান শেষ করে দেন। তিনি ঘটনাস্থল ত্যাগ করার পূর্ব মুহূর্তে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় অনুষ্ঠানস্থলে চেয়ার ছোঁড়াছুড়ি ও ভাংচুরের ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিট এ অবস্থা চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Recent Posts

Leave a Comment