জনপ্রশাসন পদক পেলেন চাঁদপুরের ছয় কর্মকর্তা

 In চাঁদপুর, শীর্ষ খবর

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘জনপ্রশাসন’ পদক ২০১৭ পেয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডলসহ জন কর্মকর্তা। জাতীয় পর্যায়ে ব্র্যান্ডিং জেলা হিসেবে (সাধারণ দলগত) চাঁদপুর জেলা প্রশাসনের শীর্ষ এ ছয় কর্মকর্তাকে এ পদকের জন্যে মনোনিত করা হয়। গত ১৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জুলাই ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন।
পদকপ্রাপ্তরা হলেন, চাঁদপুর জেলা প্রশাসক (দলনেতা) মোঃ আব্দুস সবুর মন্ডল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আবদুল হাই, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা।
চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জানান, এ অর্জন শুধু জেলা প্রশাসনের নয়, এ অর্জন পুরো চাঁদপুরবাসীর। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ তাদের সহযোগীতায় আমরা চাঁদপুকে সারা দেশে সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করছি।

Recent Posts

Leave a Comment