চাঁদপুর বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন

 In চাঁদপুর সদর উপজেলা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অবসর কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ৪% কর্তন প্রত্যাহার, বৈশাখী ভাতা, ৫% ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ চাকুরি জাতীয়করণের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। গত সোমবার বিকেলে বৃষ্টির মধ্যে শহরের অঙ্গীকার পাদদেশে এ মানববন্ধনে অংশ নেন বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ।

 
মানববন্ধন শেষে সংগঠনের কার্যকরী কমিটির সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন জেলা শাখার সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন লিটন। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম শাহ আলম টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলার যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) জেলা শাখার সভাপতি মোঃ সফিউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মকবুল আহমেদ, হাজীগঞ্জ শাখার সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান, চাঁদপুর শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, সহ-সভাপতি রেজাউল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মিজানুর রহমান খান, সংগঠনের নেতা আবুল কাশেম সেলিম, অধ্যাপক লিয়াকত হোসেন, অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, অধ্যাপক মোঃ আফজাল হোসেন, অধ্যাপক আব্দুল্লাহ আল শাহীন, অধ্যাপক ওয়ালিদ হোসেন, অধ্যাপক নাজির আহমেদ, অধ্যাপক নুরুল ইসলাম, রফিকুল ইসলাম স্বপন, অধ্যাপক ওয়াজেদ, মোঃ কবির হোসেন, মোঃ মামুন, ফরিদ হোসেন প্রমুখ।

Recent Posts

Leave a Comment