সৌদি সমর্থনে যুক্তরাজ্যে ছড়াচ্ছে সন্ত্রাসবাদ!

 In দেশের বাইরে
নতুন এক রিপোর্টে যুক্তরাজ্যে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার পেছনে সৌদি আরব জড়িত বলে দাবি করা হয়েছে। খবর বিবিসির।

হেনরি জ্যাকসন সোসাইটির ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো ও উগ্র সংগঠনগুলোতে অর্থায়নে সুস্পষ্ট যোগাযোগ রক্ষা করছে সৌদি আরব।

এদিকে বিষয়টি খতিয়ে দেখার জন্য সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলির ভূমিকার বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি নিয়ে গবেষকরা।

তবে যুক্তরাজ্যে অবস্থিত সৌদি দূতাবাস সন্ত্রাসবাদের পেছনে তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি সন্ত্রাসবাদে জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

এদিকে যুক্তরাজ্যে সক্রিয় সন্ত্রাসবাদী গ্রুপগুলোর বিষয়ে প্রতিবেদন প্রকাশের চাপে রয়েছে দেশটির সরকার।

Recent Posts

Leave a Comment