ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার
সংবাদদাতা, মতলব উত্তর, চাঁদপুর:
মতলব উত্তর থানা পুলিশ অভিযানে চালিয়ে নৌকার ভিতর হতে ৩০৮ পিচ ইয়াবা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন কালীপুর বাজার সংলগ্ন জনৈক সোহেলের বাড়ির পাশ্র্বে নদীতে মতলব উত্তর উপজেলার কালিপুর গ্রামের মৃত খোরশেদ ঢালীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন (৩০)-এর নৌকার ভিতর হতে ৩শ’ ৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মোক্তার হোসেনকে আটক হয়নি।
অভিযানে মতলব উত্তর থানার পুুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই মোঃ কামাল উদ্দিন, এসআই মোঃ ইব্রাহীম, এসআই মোঃ ওমর ফারুক, এএসআই মোঃ রাশেদুল ইসলাম, এএসআই মোঃ জাকির হোসেন, এএসআই মোঃ গোলাম কিবরিয়া অংশগ্রহণ করেন।
মোক্তার হোসেন একজন মাদক বিক্রয়ের ডিলার। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।