গুমের জন্য সরকারকে জবাবদিহি করতে হবে: খালেদা জিয়া
ডেস্ক নিউজঃ
গুমকে নিষ্ঠুরতা উল্লেখ করে এর জন্য সরকারকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সোয়া ১১টার দিকে এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
উল্লেখ্য, টুইটে খালেদা জিয়ার দোয়া মাহফিলে শরিক হওয়ার কথা বলা হলেও ওই অনুষ্ঠানের ব্যাপারে আর কোনও তথ্য উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে জানতে খালেদা জিয়ার মিডিয়া উইং পারসন শায়রুল কবির খানকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
Recent Posts