চাঁদপুরে সড়ক র্দুঘটনায় দুই যুবক নিহত
চাঁদপুর শহরের ওর্য়ালেছ বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপভ্যান মুখোমুখি সংর্ঘষে দুই যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার সেকদি মুন্সি বাড়িরর তবি উল্লাহ মুন্সির ছেলে মোঃ কামাল হোসেন মুন্সি (৩১) ও একই উপজেলার আলোনিয়া গ্রামে নুরুল ইসলাম নুরু (৩০)। তারা দুজনেই ঢাকার প্রাইভেট কোম্পানীতে চাকুরী করেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ফরিদগঞ্জ থেকে রওনা হয়ে সিএনজি চালিত অটোরিক্সাটি চাঁদপুর শহরের ওর্য়ালেছ বাজার এলাকায় আসলে একটি পিকআপভ্যান বিপরীত দিক থেকে এসে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোঃ কামাল হোসেন মুন্সি ও নুরুল ইসলাম নুরুসহ আরো দুইজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। নুরুর অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথিমধ্যে সে মারা যায়। অপর দিকে কামাল মুন্সিকে প্রাথমিক চিকিৎসা দিলেও দুপুর দিতে কামাল মুন্সি মারা যান।
দুপুর আড়াইটার দিকে তাদের লাশ স্বাজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎমত নাজমুল আবেদীন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ ওলি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছন।