চাঁদপুর জেলা ছাত্রলীগের মানববন্ধন ও স্মারকলিপি
স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা ছাত্রলীগ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। গতকাল রোববার সকাল ১১টায় চাঁদপুর শহরের অঙ্গীকার পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রাস্তার দু’ পাশে দীর্ঘ এ মানববন্ধনে ছাত্রলীগের শত শত নেতা-কর্মী অংশ নেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির গাজী, শহর ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ। পরে দুপুর ১২টায় জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি প্রদান করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ কর্মসূচিতে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন গাজী, সহ-সভাপতি হাসিব পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, জহির উদ্দিন মিজিসহ জেলা, উপজেলা, শহর ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শোকাবহ আগস্ট উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগ মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। তন্মধ্যে রয়েছে ৮ আগস্ট চাঁদপুর সরকারি কলেজে শহীদদের স্মরণে রক্তদান, ১২ আগস্ট সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, ১৪ আগস্ট সকাল সাড়ে ১০টায় শহীদদের স্মরণে শোক র্যালি, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ এবং জাতীয় শোক দিবসের আলোচনায় অংশগ্রহণ, ১৭ আগস্ট ২০০৫ সালে বিএনপি-জামাত জোটের দেশের ৬৩টি জেলায় প্রায় ৫ শতাধিক স্থানে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ২৪ আগস্ট শহীদ আইভী রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আছর বাইতুল আমিন জামে মসজিদে মিলাদ ও দোয়া এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা।