জুয়েলার্স সমিতির সাধারণ সভা
সংবাদদাতা, চাঁদপুর:
বাংলাদেশ জুয়েলার্স সমিতি চাঁদপুর জেলা শাখা ২০১৬-২০১৮ কার্যকরি পরিষদের তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ আগস্ট বুধবার সন্ধ্যায় কুমিল্লা রোডস্থ দেশ শিল্পালয়ের দ্বিতীয় তলায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা জুয়েলার্স সমিতির সভাপতি খোকন কর্মকার।
জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি সুকদেব রায়, মোঃ ফুল মিয়া, বর্তমান সহ-সভাপতি জয়রাম রায়, গৌরাঙ্গ কর্মকার, মোঃ ফারুক স্বর্ণকার, যুগ্ম-সাধারণ সম্পাদক অজিত সরকার, কোষাধ্যক্ষ বাবুল কর্মকার, সাংগঠনিক সম্পাদক রঞ্জন ঘোষ, দপ্তর সম্পাদক শান্ত কর্মকার, কার্যকরি সদস্য সুবল সরকার, প্রসেনজিৎ দেব, পুরাণবাজার জুয়েলার্স সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক মোঃ জাফর মাহবুব, স্বর্ণ ব্যবসায়ী মানিক পোদ্দারসহ বিভিন্ন উপজেলার জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ সমিতির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, স্বর্ণালংকারের ব্যবসা রাজকীয় ব্যবসা। আমরা চাঁদপুর জেলার জুয়েলারি ব্যবসায়ীগণ অত্যন্ত সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। আমরা মনে করি গ্রাহক সন্তুষ্ট হলেই আমাদের ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে। গ্রাহক প্রতারিত হয় এমন ধরনের ব্যবসা আমরা চাই না। যারা সততার সাথে ব্যবসা করেন তাদের সকল প্রয়োজনে জেলা জুয়েলার্স সমিতি পাশে থাকবেন। নিম্নমানের অলংকার বিক্রয়কারীদের জেলা জুয়েলারি সমিতি কোন সহযোগিতা করবে না। সমিতির সকল ব্যবসায়ীর প্রতি অনুরোধ থাকবে যাতে আমরা সকলে মিলে মিশে থাকতে পারি এবং সমিতির উন্নয়নে এক হয়ে কাজ করতে পারি।
সভাশেষে জেলা বাজুসের নেতৃবৃন্দ উৎসবমুখর পরিবেশে সমিতির অফিস উদ্বোধন করেন। অফিস উদ্বোধনে জেলা স্বর্ণব্যবসায়ীগণ সন্তোষ প্রকাশ করেন।