টেস্ট র্যাংকিংয়ের আটে টাইগাররা
অস্ট্রেলিয়াকে হারানোর ফল হাতে নাতে ফেল মুশফিক বাহিনী। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় সুবাদে র্যাংকিংয়ে একধাপ এগিয়ে গেছে টাইগাররা।
ওয়েস্টইন্ডিজকে পেছনে ফেলে টেস্ট র্যাংকিংয়ে আট নম্বরে উঠে এসেছে টাইগাররা।
অবশ্য বুধবার মিরপুরে ক্যাঙ্গারু বধের আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৯। রেটিং পয়েন্ট ছিল ৬৯। অন্যদিকে অস্ট্রেলিয়ার অবস্থান ছিল ৪। রেটিং পয়েন্ট ছিল ১০০।
টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের উপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সেই স্থান দখল করল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া এ সিরিজে বাংলাদেশ জিতলে র্যাংকিংয়ে এগিয়ে যাবে সেটি অবশ্য আগেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।