দুই হাজার রোগিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

 In মতলব উত্তর উপজেলা

 

চাঁদপুর প্রতিনিধি:
জাতীয় শোক দিবসকে সামনে রেখে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর কলেজে প্রায় দুই হাজার চোখের রোগিকে বিনা খরচে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। হাজী ইসহাক ফাউন্ডেশন ও আহসান গ্রুপ যৌথভাবে এই চিকিৎসা সেবার আয়োজন করে।

সকালে এর উদ্বোধন করেন নিশ্চিন্তপুর স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ মইনুল হোসেন খাঁন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহসান গ্রুপ লিমিটেডের পরিচালক এম ইসফাক আহসান, নিশ্চিন্তপুর কলেজের অধ্যক্ষ এ কে এম শহীদুজ্জামান, স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফউল্ল্যাহ।
প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতালের ১৪ জন চিকিৎসক ও সেবক সেবিকারা এই চিকিৎসা সেবা প্রদাণ করে। ক্যাম্পে চোখের পরীক্ষা ছাড়াও ব্যবস্থাপত্র এবং ঔষধ ও চশমা বিতরণ করা হয়। তাছাড়া অস্ত্রোপচারের জন্য রোগি নির্দিষ্ট করে তাদের পরবর্তীতে ঢাকায় নিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা গ্রহন হয়।

Recent Posts

Leave a Comment