নারী পুলিশের ধর্ষণ মামলায় পুরুষ পুলিশ কারাগারে
আদালত প্রতিবেদকঃ
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের এক নার পুলিশ কনস্টেবলকে ধর্ষণ মামলায় পুলিশের কনস্টেবল আরিফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।
এর আগে শাহজাহানপুর থানা পুলিশ আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগে ওই নারী পুলিশ সদস্য রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করে। পরে শনিবার রাতে রাজারবাগ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলায় অভিযোগ করা হয়, রাজধানীর মালিবাগের হোটেল মৌচাকের ষষ্ঠ তলার ৬০৬ নম্বর কক্ষে কনস্টেবল আরিফুল বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
Recent Posts