প্রধানমন্ত্রীর অনুমতিতে মন্ত্রীসভা ছাড়বে জাতীয় পার্টি: এরশাদ

 In প্রধান খবর, রাজনীতি

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর অনুমতি পেলে মন্ত্রীসভা ছেড়ে  দেবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, সরকারের অংশ হয়ে বিরোধী দলে থাকা হচ্ছে লজ্জার। এটি  নিজেদের জন্যই বিব্রতকর।

বৃহস্পতিবার দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরশাদ।

তিনি বলেন, ‘আমরা সরকারেও আছি, বিরোধী দলেও আছি। এটি নিয়ে আমাদের নিজেদেরই লজ্জা পেতে হয়। মানুষকে এ বিষয়ে কিছু বলাও যায় না।’

এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী অনুমতি দিলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাতীয় পাটি। তিনি না বলা পর্যন্ত পদত্যাগ করতে পারি না। কারণ তিনি আমাকে তার বিশেষ দূত বানিয়ে সম্মান দিয়েছেন। আমি তাকে পদত্যাগের বিষয়ে বলেছি। আগেই পদত্যাগ করে তাকে অসম্মান করতে চাই না।’

হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নেবেন কি না– এমন প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘আমাদের সবাইকে পদত্যাগ করতে হবে। আমি প্রধানমন্ত্রীকে এ বিষয়ে বলেছি। কথা হচ্ছে প্রধানমন্ত্রী আমাকে এই পদটা দিয়েছেন, সম্মান দিয়েছেন। উনার সাথে আলোচনা না করে আমি উনাকে অসম্মান করতে চাই না। একটা সম্মানের ব্যাপার আছে।’

বিকল্পধারা বাংলাদেশের সাথে জাতীয় পার্টির জোট করার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে এরশাদের পাশে বসা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, আওয়ামী লীগ-বিএনপির বাইরে আমরা একটি পৃথক রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই। বুধবার একটি বৈঠক ছিল, সেখানে রাজনৈতিক ব্যাক্তিরা ছিলেন। কিছু রাজনৈতিক আলোচনা হয়েছে-তবে সিদ্ধান্ত গ্রহণের মত কথাবার্তা সেখানে হয়নি। এখন এ বিষয়ে প্রেসিডিয়াম ফোরামে আলোচনা হবে- আলোচনার পর সিদ্ধান্ত হবে জোট হবে কি না।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তার প্রমুখ।

Recent Posts

Leave a Comment