ফরিদগঞ্জে বিএনপি-জামায়াতের ১৩ নেতা-কর্মী জামিন নামঞ্জুর
সংবাদদাতা, ফরিদগঞ্জ
চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাস ও নাশকতা মামলায় ১৩ বিএনপি ও জামায়াত নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
রোববার দুুপুরে বিচারিক হাকিম কফিল উদ্দিনের আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মামলার মোট ৫০ জন আসামীর মধ্যে ১৩ জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।
গত ২০১৩ সালের ২৫ অক্টোবর সরকার বিরোধী আন্দোলনে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখি সংঘর্ষে ৩ জন নিহত হন। পরে পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
চাঁদপুর কোর্ট পুলিশের ওসি ইবরাহীম খলিল জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
Recent Posts