‘বিচার বিভাগে আঘাত আসলে প্রতিহত করবে বিএনপি’
বিশেষ সংবাদদাতাঃ
বিচার বিভাগের ওপর আঘাত আসলে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত ‘নির্বাচন কমিশনের রোডম্যাপ এবং নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এ সব কথা বলেন বিএনপির এ নেতা।
প্রধান বিচারপতিকে নিয়ে আওয়ামী লীগের নেতাদের ‘অশালীন বক্তব্য’ দেওয়া বন্ধের আহ্বান জানিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আপনারা আগুন নিয়ে খেলা করছেন। অবিলম্বে এ খেলা বন্ধ করুন। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে তিনি বলেন, ‘এ রায়ের পর্যবেক্ষণে তাদের (আওয়ামী লীগ) সব দুর্নীতি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে সংবিধান বরখেলাপ করে সংসদ গঠন করা হয়েছে। যার কারণেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে, বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে আশালিন মন্তব্য করছে। তারা প্রতিদিন যেসব বক্তব্য দিচ্ছে তার একভাগও যদি বিএনপির কোনো নেতাকর্মী দিত, তাহলে তাদের নামে শত শত মামলা হতো।’
আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘দলীয় সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হয়নি, আগামীতেও হবে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগেই সহায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এ দেশে আর ৫ জানুয়ারি মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না।’
জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ