মাথায় বাউন্সারের আঘাতে ক্রিকেটারের মৃত্যু

 In খেলাধুলা, প্রধান খবর

বিশ্ব ক্রিকেট আরো একবার থমকে গেল। আরো একবার ব্যথাতুর হলেন ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের সম্ভাবনাময় ক্রিকেটার জুবাইর আহমেদ খেলতে গিয়ে বাউন্সারের আঘাতে আহত হয়ে মারা গেছেন। ক্লাব ম্যাচ খেলার সময় ঘটেছে এই ঘটনা। ১৪ আগস্টের কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিয়োগান্ত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ক্রিকেট গিয়ার ঠিকমতো ব্যবহারের কথা মনে করিয়ে দিয়েছে তারা।

১৪ আগস্ট ছিলে পাকিস্তানের স্বাধীনতা দিবস। সেদিনই অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ডারউইনে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সময় বাউন্সারের আঘাতে মাঠ ছাড়েন। হতবিহ্বল ওয়ার্নার বাংলাদেশ সফরের আগে প্রস্তুতি ম্যাচে ওই আঘাত পাওয়ার পর আর ব্যাটিংয়ে নামেননি। পরে অবশ্য জানা গেছে আঘাত তেমন নয়। আঘাতের ধাক্কাটাই কাঁপিয়ে দিয়েছিল সবাইকে।

কিন্তু জুবাইর অতোটা ভাগ্যবান না। জানা গেছে, চারটি লিস্ট এ ম্যাচ ও চারটি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। নিজের দল কুয়েটা বিয়ার্সের হয়ে টি-টুয়েন্টিতে একটি সেঞ্চুরির কীর্তিও আছে তার। অপরাজিত ১১১ রানের ইনিংস ছিল সেটি। কিন্তু মর্মন্তুদ এই দুর্ঘটনায় চির অজানায় চলে গেলেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটারে এই খবর জানিয়ে লিখেছে, ‘জুবাইর আহমেদের ট্র্যাজিক মৃত্যু আবার মনে করিয়ে দিয়ে গেল নিরাপত্তা হেলমেট সবসময় পরতে হবে।’

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স টুইটারে তার বেদনা প্রকাশ করেছেন, ‘ক্রিকেট ম্যাচ খেলার সময় মাথায় বলের আঘাতে জুবাইরের মতো তরুণ ক্রিকেটারের মৃত্যুর খবরট জেনে খুব কষ্ট পেলাম।’ গত ২০১৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিল হিউজ শেফিল্ড শিল্ডে খেলার সময় মাথায় বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। তার মৃত্যুর ধাক্কা ক্রিকেট বিশ্বে খুব লেগেছিল। জুবাইরের মৃত্যুতে নতুন বেদনা সৃষ্টি হলো।

Recent Posts

Leave a Comment