শোক দিবস উপলক্ষে এনবি্আর এর সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের আলোচনা সভা

 In কচুয়া উপজেলা, চাঁদপুর

কচুয়া,সংবাদদাতা:

কচুয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে নারী সদস্যদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসিমপুর নিজ গ্রামে ১০নং গোহট উত্তর ও দক্ষিণ ইউনিয়নের মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকদের সাথে এ সভার আয়োজন করা হয়।

 

মহিলা নেত্রী সুমী বেগমের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সচিব মোঃ গোলাম হোসেন।

এ সময় শোক দিবসের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য খাদিজা বেগম, ফেরদৌসি আক্তার, খোদেজা আক্তার, সাবেক ইউপি সদস্য রেজিয়া বেগম ও নারী নেত্রী ফাহিমা বেগম, সাধারণ সদস্য জহিরুল ইসলাম মোল্লা, যুবলীগ নেতা হেলাল উদ্দিন গাজী, এমরান হোসেন প্রমুখ

Recent Posts

Leave a Comment