সাপদিতে শিক্ষা উন্নয়ন কমিটির উপবৃত্তি বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরে সামাজিক সংগঠন ‘শিক্ষা উন্নয়ন কমিটি’ কর্তৃক ১২৫ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার সাপদী আবেদিয়া জালিলীয়া মহিলা মাদ্রাসায় এ উপবৃত্তি প্রদান করা হয়। মুলত মাদ্রসার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ৫০ভাগ শ্রেণী উপস্থিতির উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মাঝে সর্বনিন্ম তিনশ সর্বোচ্চ পাঁচশ টাকা দেয়া হয়। উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ দেলোয়ার হোসেন বহরদার। মাদ্রসার সুপারেনটেনডেন্ট মোঃ ফরিদ আহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোঃ হাছান খান।
ড. মোঃ হাছান খান বলেন, মাদ্রসাগুলোর প্রাইমারি শাখায় শিক্ষার্থীরা সরকারি উপবৃত্তি পায় না। এক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করতে এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। মানসম্মত মাদ্রাসা শিক্ষা তরান্বিত হবে। যা সমাজ তথা দেশের জন্যে মঙ্গল বয়ে আনবে।
সাপদী আবেদিয়া জালিলীয়া মহিলা মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মোঃ ফরিদ আহাম্মদ জানান, এলাকার কিছু মানুষ শিক্ষা ক্ষেত্রে ভুমিকা রাখতে চেষ্টা করছে।