১০ হাজার চিকিৎসক নেবে সরকার
নিজস্ব সংবাদদাতা :
চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ্রুত সময়ের মধ্যে আরো ১০ হাজার চিকিৎসক নেবে সরকার। একই সঙ্গে ৪০ হাজার কর্মচারী নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন ও বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতিত্বকালে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথমে ৩ হাজার এবং পরে পর্যায়ক্রমে আরো ৭ হাজার চিকিৎসক নেওয়া হবে, যাতে মাঠপর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা যায়।
মন্ত্রী আরো বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে প্রায় ৪০ হাজার জনবল নিয়োগেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে হাসপাতালে জনবলের অভাব থাকবে না এবং চিকিৎসাসেবা ব্যাহত হবে না।