চাঁদপুরের জনপ্রশাসন পদকপ্রাপ্ত ছয় কর্মকর্তার সম্মানির টাকা শিক্ষা তহবিলে

 In চাঁদপুর, প্রধান খবর

 

চাঁদপুর:

জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুরের ছয় কর্মকর্তার সম্মানির টাকা জেলা প্রশাসকের শিক্ষা বৃত্তি তহবিলে প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা ব্র্যান্ডিং কমিটির সভায় জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা ৪ লাখ ২০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন।

জেলা প্রশাসকের শিক্ষা তহবিলে বৃত্তির টাকা দিয়ে বর্তমানে ১জন মেডিকেল ও ৩জন কলেজ শিক্ষার্থী শিক্ষা বৃত্তি গ্রহন করছেন। নতুন করে এ অনুদানের টাকা দিয়ে আরো দুই জন দরিদ্র ও মেধাবি মেডিকেল শিক্ষার্থীর জন্য বৃত্তি প্রদান করা হবে।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, আগামী ২০ সেপ্টেম্বর এর মধ্যে জেলা প্রশাসক বরাবর দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আবেদন করতে হবে। পরবর্তী মাস থেকেই তাদেরকে বৃত্তির টাকা প্রদান করা হবে।

চাঁদপুর জেলা ব্র্যান্ডিং বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন স্থানীয় সরকার বিভাগ চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই। সভায় ব্র্যান্ডিং নিয়ে পরিকল্পিত কাজের অগ্রগতি এবং দৃশ্যমান কানের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস.এম দেলওয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যঅড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমূখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, (রাজস্ব) মো. মাসুদ হোসেন, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ ব্র্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Recent Posts

Leave a Comment