স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা!

 In প্রধান খবর

চট্টগ্রাম সংবাদদাতাঃ

এবার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা দায়ের করেছেন আবুল হাসান নামে এক ব্যক্তি। মামলায় যৌতুকের জন্য স্বামীকে নির্যাতনের অভিযোগ আনা হয়।

এতে স্ত্রী নামজুন নাহার নাজুকে আসামি করা হয়। রবিবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে এ মামলাটি দায়ের হয়।

বাদীর আইনজীবী কংকন দেব বলেন, স্বামীকে নির্যাতন এবং যৌতুক দাবির অভিযানে স্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আবুল হাসান। আদালত ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় অভিযোগ গ্রহণ করে স্ত্রীকে হাজিরের জন্য সমন জারি করেছেন আদালত।

তিনি আরও বলেন, এতোদিন এ ধারায় শুধু পুরুষদের বিরুদ্ধে মামলা দায়ের হতো। বিভিন্ন সময় পুরুষ-নারীদের হাতে নির্যাতনের শিকার হলেও মামলা দায়ের করতো সামাজিক সম্মানের কথা ভেবে। এক্ষেত্রে আবুল হাসানের মামলাটি ব্যতিক্রম বলা যায়।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১১ সালের ১৩ মে নগরীর হালিশহরের রামপুরা এলাকার মৃত আব্দুল কুদ্দুসের মেয়ে নাজমুনের সাথে বাদী আবুল হাসানের বিয়ে হয়। তাদের সাড়ে তিন বছরের এক মেয়ে রয়েছে। হাসানের পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা অথবা সেখানে বিল্ডিং বানিয়ে দেয়া অথবা একটি ফ্ল্যাট কিনে দেয়ার দাবিতে গত ২-৩ বছর ধরে হাসানকে নির্যাতন করে আসছেন স্ত্রী নাজমুন।

স্ত্রী নাজমুন তাকে বিভিন্ন সময় চড়, থাপ্পড়, কিল-ঘুষিসহ বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। এতোদিন সামাজিক সম্মানের ভয়ে হাসান তা প্রকাশ করেনি। কিন্তু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় তিনি মামলা করতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

Recent Posts

Leave a Comment