অক্সফোর্ড সরিয়ে ফেলল সু চির প্রতিকৃতি !
অক্সফোর্ডের সেইন্ট হিউ কলেজের সাবেক ছাত্রী অং সান সু চির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সেইন্ট হিউ কলেজের মূল ভবনের প্রবেশদ্বারেই ছিল সু চির সেই প্রতিকৃতি। দ্য সোয়ান নামে একটি ওয়েবসাইটের বিশেষ প্রতিবেদনে খবরটি উঠে আসে। এতে বলা হয়, বৃহস্পতিবার সকালে সু চির প্রতিকৃতিটি সরিয়ে ফেলা হয়। সেখানে জাপানি চিত্রকর ইউশিহিরু তাকাদার আঁকা ছবি স্থান পায়।
আর সু চির প্রতিকৃতিটি একটি ‘নিরাপদ স্থানে’ নিয়ে যাওয়া হয় বলে জানান সেইন্ট হিউ কলেজের যোগাযোগ ব্যবস্থাপক বেঞ্জামিন জোনস।
কলেজে নতুন শিক্ষার্থীদের আগমনের কয়েকদিন আগে সু চির প্রতিকৃতি সরিয়ে ফেলা বিশেষ অর্থ বহন করে। মিয়ানমারে চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে দেশটির ডি-ফ্যাক্টো নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সুচির বিরুদ্ধে।
গত ২৫ আগস্ট থেকে রাখাইন প্রদেশে সামরিক অভিযান শুরু হলে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রায় অর্ধেক রোহিঙ্গার বাড়িঘর ও গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে পাঁচ সহস্রাধিক নিহত হয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে।
জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা বলছে, রোহিঙ্গাদের উপর ‘জাতিগত নিধন’ ও ‘গণহত্যা’ চালাচ্ছে মিয়ানমার।
ঠিক এই পরিস্থিতিতে অং সান সু চির সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বার থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলানো বেশ ইঙ্গিতবহ ঘটনা।
চলমান ঘটনাপ্রবাহের কারণে প্রতিকৃতিটি সরিয়ে ফেলানো হলো কিনা এরকম প্রশ্নের সরাসরি উত্তর আসেনি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সেটিকে ‘নিরাপদ স্থানে’ নিয়ে যাওয়া হয়েছে।