আজ জেলা শিল্পকলা একাডেমিতে শরৎকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রেস বিজ্ঞপ্তি:
ষড়ঋতুর অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ। ঋতুক্রমের এমন বৈচিত্র ও বিভূতি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। ঋতুর পালাবদলের এই শোভা সমৃদ্ধ করেছে আমাদের কৃষ্টি ও শিল্প-সাহিত্যকে। আমাদের জীবনাচারের মধ্যেও ঋতুর প্রভাব অত্যন্ত সুস্পষ্ট। ¯িœগ্ধ-শুভ্র শরৎকাল উদযাপনে এবার জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর আয়োজন করেছে এক নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সংগীত শিল্পী রূপালী চম্পক ও মানিক রায়; বৃন্দবাদন পরিবেশন করবেÑ বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা চাঁদপুর জেলা শাখা। পরিবেশনার মধ্যে আরও থাকছেÑ আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। আজ সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, ঋতুভিত্তিক এ অনুষ্ঠানকে সফল করার জন্য চাঁদপুরবাসী সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আবদুল্লাহ।