কোরবানির গোস্ত ভাগাভাগি নিয়ে মারামারি; আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু!
হাজীগঞ্জ সংবাদদাতাঃ
চাঁদপুরের হাজীগঞ্জে কোরবানী পশুর গোস্ত ভাগাভাগিতে মারমারির ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাস(২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
সে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ দক্ষিন ইউনিয়নের ওড়পুর গ্রামের তাল বাড়ির সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে। এ বিষয়ে সাইফুলের বাবা বাদী হয়ে ৪জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা নং-১৮
সাইফুলের প্রতিবেশিরা জানান, কোরবানী পশুর ভাগ দেয়া নিয়ে একই বাড়ির রফিক মিয়ার পরিবারের সাথে বিরোধে মারামারি হয়।তে ক্ষিপ্ত হয়ে প্রবাসী রফিকের ছেলে রবিউল ইসলাম হৃদয় অতর্কিতভাবে নুরুল ইসলামের পরিবারের সাথে ঝগড়া শুরু করে। একপর্যায়ে সাইফুল ইসলাম প্রতিবাদ করতে গিয়ে হৃদয়ের চুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়। আহত সাইফুলক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অবশ্য গত কয়েকদিন আগেও অপর একটি ঘটনায় মারামারিতে সে আহত হয়েছিলো।
সাইফুল ইসলামের বাবা নুরুল ইসলাম জানান, আমার ছেলের পেটে চুরি দিয়ে উপর্যপুরি আঘাত করতে থাকে। ওইসময় প্রতিবেশী মিজানুর রহমান দৌড়ে এসে সাইফুলকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার বেগতিক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সোমবার রাতেই সাইফুলের আবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে কিডনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছি। তবুও ছেলেকে বাঁচাতে পারিনি। আমার ছেলে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়ার দাবী জানাই।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মান্নান জানান, এব্যাপারে হত্যা চেষ্টা মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।