চাঁদপুরে বিএনপির মানববন্ধন পুলিশি বাধায় পন্ড
চাঁদপুর প্রতিনিধি
মিয়ানমারে মুসলিম রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরে বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পন্ড হয়েছে। যদিও পরে মৌন বিক্ষোভ মিছিল করেন নেতা কর্মীরা। শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এর নেতৃত্বে শহরের বিএনপি কার্যালয়ের সামনে মানবন্ধনের প্রস্তুতি নেয়। কিন্তু পুলিশি বাধায় মানববন্ধন পন্ড হয়ে যায়। পরে নেতা কর্মীরা কার্যালয়ের সামনে থেকে একটি মৌন মিছিল বের করে বিএনপি’র আহবায়কের বাসভবনের সামনে এসে শেষ করে। এসময় জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Recent Posts