চাঁদপুর লিটলম্যাগ ফোরামের অভিষেক অনুষ্ঠান শনিবার
চাঁদপুর সংবাদদাতাঃ
চাঁদপুর লিটলম্যাগ ফোরাম-এর অভিষেক অনুষ্ঠান আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সাহিত্য একাডেমী চাঁদপুর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ‘চাঁদপুরের লিটলম্যাগ চর্চা : অতীত ও বর্তমান’ শীর্ষক সেমিনার ও একক আবৃত্তি পরিবেশিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। চাঁদপুরের লিটলম্যাগ চর্চা: অতীত ও বর্তমান শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত। প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করবেন প্রাবন্ধিক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, বিশিষ্ট লেখক প্রকৌঃ মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মনোহর আলী এবং বিশিষ্ট লেখক ও গদ্যকার সৈকত হাবিব। একক আবৃত্তি পরিবশেন করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী রুবেল কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর লিটলম্যাগ ফোরামের সভাপতি সৌম্য সালেক। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও চাঁদপুরের সাহিত্য সংস্কৃতিমনা সকলকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কাদের পলাশ এবং উদ্যাপন কমিটির আহ্বায়ক ইকবাল পারভেজ ও সদস্য সচিব মুহাম্মদ ফরিদ হাসান।