শনিবার বঙ্গভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির এ সাক্ষাৎ হবে। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সংক্ষিপ্ত বৈঠকও হতে পারে।সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করার অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে এ সাক্ষাৎ। তবে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতারাও এ সময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Recent Posts