সম্পাদকের ঈদ শুভেচ্ছা
বিভেদ ভুলে ঈদ নিয়ে আসুক সবার জীবনে আনন্দের বার্তা। উচ্ছ্বাস আর উন্মাদনায় ভরে উঠুক জীবন। ভোগে নয়, ত্যাগেই মাধ্যমেই সুন্দর হোক সবার জীবন- পবিত্র ঈদুল আযহা এ শিক্ষাই আমাদের দেয়। এ শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হোক সবাই_ এ প্রত্যাশায় চাঁদনিউজটোয়েন্টিফোর .কম এর সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।
অ্যাডঃ মোঃ মহসীন খান, প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, চাঁদনিউজটোয়েন্টিফোর .কম।
Recent Posts