৯ম পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের ফাইনাল সোমবার

 In চাঁদপুর, প্রধান খবর

 

প্রেস বিজ্ঞপ্তি ॥

আগামীকাল ১১ সেপ্টেম্বর ২০১৭ সোমবার ৯ম পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার উল্লাস (ফাইনাল) পর্ব চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় র‌্যালী শেষে সকাল পৌনে ৯টা থেকে শুরু হয়ে এ পর্বটি চলবে বেলা ২টা পর্যন্ত। অত্যন্ত জমজমাট এ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে বেলা সাড়ে ১১টায়।
কলেজ পর্যায়ে অংশ নেবে চাঁদপুর সরকারি কলেজ (‘ঘ’ দল) ও চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর। বিষয় : জেলা ব্র্যান্ডিংয়ের মূল চালিকা অর্থ নয় স্বপ্ন।
স্কুল পর্যায়ে অংশ নেবে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর ও বালিথুবা আঃ হামিদ উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ। বিষয় : জাতীয় উন্নয়নে অর্থ নয়, নেতৃত্বই প্রধান।
এ ফাইনাল পর্বটি সশরীরে উপস্থিত হয়ে কিংবা ক্যাবল নেটওয়ার্কে (ডিস সংযোগে) সরাসরি উপভোগের জন্যে আগ্রহী সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক, সিকেডিএফ-এর সভাপতি কাজী শাহাদাত এবং সিকেডিএফ-এর সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দে।

Recent Posts

Leave a Comment