কচুয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

 In কচুয়া উপজেলা

 

কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে এ উপলক্ষে কচুয়ার আশেক আলী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
২৮ কোটি টাকা ব্যয়ে কচুয়ার গুলবহার এলাকায় ২ একর জায়গার উপর এই শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার উপর বর্তমান সরকার অধিক গুরুত্ব দিচ্ছে। অর্থাভাবে কচুয়ার কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে সুশিক্ষার বিকল্প নেই।
মখা আলমগীর আরো বলেন,এ প্রতিষ্ঠানটি করতে দুই একর জমি আমাদের পরিবারের তরফ থেকে অনুদান হিসেবে দিয়েছি। ভবিষ্যতে এর কাছকাছি ১শ কোটি টাকা ব্যয়ে একটি নার্সি ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হবে।
লেখক ও গবেষক ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব বিশিষ্ট লেখিকা নিলুফার বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসির মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আফরোজ প্রমূখ।

Recent Posts

Leave a Comment