কৃষকের উপকার করে সাজা পেলেন ইংলাক

 In প্রধান খবর, শীর্ষ খবর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত দেশটির সুপ্রিম কোর্টের ক্রিমিনাল ডিভিশন ফর হোল্ডারস অব পলিটিক্যাল পজিশনস। ধানে ভর্তুকির বিতর্কিত একটি প্রকল্পে অবহেলার অভিযোগে তাঁকে এ সাজা দেয়া হলো।
উল্লেখ্য, ধানে ভর্তুকির কর্মসূচিটি ছিল ইংলাক প্রশাসনের প্রধান একটি নীতি। ওই কর্মসূচিতে কৃষকদের কাছ থেকে বাজারমূল্যের চেয়ে দ্বিগুণ দামে ধান কেনা হয়। এতে লাখ লাখ কৃষক উপকৃত হন। এই কর্মসূচিটি কৃষকদের কাছে জনপ্রিয় ছিল।
তবে ”ইংলাক ও তাঁর দল কৃষকদের ভোট পাওয়ার জন্যই বেশি দামে ধান ক্রয় করে” বলে দুর্নীতিবিরোধী তদন্তকারীরা অভিযোগ করেন। তাদের মতে, এই কর্মসূচির কারণে দেশটিতে চালের বিশাল মজুত সৃষ্টি হয় এবং চাল রপ্তানি করা কঠিন হয়ে পড়ে।
২০১৪ সালের ২২ মে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মাত্র কয়েক দিন আগে আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

Recent Posts

Leave a Comment