দুই সন্তানের বেশি হলে সরকারি চাকরি নয়!

 In দেশের বাইরে, প্রধান খবর

গত এপ্রিলে জনসংখ্যা নিয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে ভারতের আসাম সরকার। গত শুক্রবার ম্যারাথন আলোচনার পর সেই বিলটি আসামের বিধানসভায় পাশ হয়েছে।

নতুন এই নীতিমালা অনুযায়ী, দুই জনের বেশি সন্তান থাকলে সেই ব্যক্তি রাজের কোনো সরকারী চাকরি করতে পারবেন না। শুধু তাই নয়, সেই ব্যক্তি পঞ্চায়েত কিংবা স্থানীয় কোনো নির্বাচনেও অংশ নিতে পারবেন না।

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস রুলে দ্রুত পরিবর্তন আনা হবে। আসামের ক্রমাগত বেড়ে যাওয়া জনসংখ্যার উপর নিয়ন্ত্রণ আনতেই এই নতুন আইনের পথে হেঁটেছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, ২০০১ সালের আদমশুমারিতে আসামের জনসংখ্যা ছিল দুই কোটি ৬৬ লাখ। ২০১১ সালের সর্বশেষ আদমশুমারিতে রাজ্যের মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ১২ লাখে।

Recent Posts

Leave a Comment