বেনোনিতে প্র্যাকটিসে নামলো টাইগাররা

 In খেলাধুলা, প্রধান খবর

অস্ট্রেলিয়া মিশন শেষ করে এবার টাইগারদের লক্ষ্য প্রোটিয়া বধ। সে লক্ষ্যে শনিবার দুই ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে টাইগাররা। সেখানে পৌঁছে সোমবার প্রথমবারের মতো অনুশীলন করে টাইগাররা। স্থানীয় সময় বেলা পৌনে ১টায় (বাংলাদেশ সময় পৌনে ৬টা) বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে অনুশীলন করতে আসে টাইগাররা। নতুন কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার প্রথম অনুশীলন।

দক্ষিণ আফ্রিকা সিরিজে এবার দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ অক্টোবর। তবে এর আগে ২১ সেপ্টেম্বর থেকে একটি তিন দিনের ম্যাচ খেলবে টাইগাররা। ১৫, ১৮ ও ২২ অক্টোবর খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ। এরপর ২৬ ও ২৯ অক্টোবর দুটি টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে এ সিরিজ।
বাংলাদেশ দল :
মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও শুভাশিষ রায়।

Recent Posts

Leave a Comment