‘সুস্থ’ এরশাদ ২৮ অক্টোবর দেশে ফিরছেন
চাঁদনিউজটোয়েন্টিফোর.কম
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সফল অস্ত্রোপচার শেষে অনেকটাই সুস্থ আছেন। চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। তার সাথে সফররত ও দেশে অবস্থানরত জাপা নেতাদের সাথে নিয়মিত কথাও বলছেন তিনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব:) খালেদ আখতার সিঙ্গাপুর থেকে টেলিফোনে বিবার্তাকে জানান, দেশবাসীর দোয়ায় তিনি এখন সুস্থ। আগামী ২৮ অক্টোবর এরশাদ দেশে ফিরবেন বলে জানান তিনি ।
তার সুস্থতা কামনা করে দলের বিভিন্নস্তরের নেতাকর্মী ও দেশবাসী মিলাদ, দোয়া মাহফিলের মাধ্যমে প্রার্থনা করায় এরশাদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেও খালেদ আখতার জানান।
Recent Posts