‘আইপিইউ-তে মিয়ানমারের বিপক্ষে বিশ্বজনমতের প্রতিফলন ঘটেছে’

 In শীর্ষ খবর

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিপক্ষে বিশ্বজনমতের প্রতিফলন ঘটেছে বলে দাবি করেছেন বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

তিনি বলেছেন, ‘জাতিসংঘের চেয়ে পুরনো ও ১৭৩টি দেশের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিতত্বশীল সংসদীয় ফোরাম আইপিইউ-তে রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ায় এটিকে মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বজনমতের প্রতিফলন বলা হচ্ছে।’

রোববার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে বলে দাবি করেন ডেপুটি স্পিকার।

ফজলে রাব্বী মিয়া বলেন, ‘সাধারণ সভায় ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুটি ভোটাভুটিতে ১ হাজার ২৭ ভোট পেয়ে গৃহীত হয়। বিপরীতে মিয়ানমার ভোট পায় ৪৭ টি।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিনিধিদলের কো-চেয়ারম্যান আ স ম ফিরোজ, হুইপ শহিদুজ্জামান সরকার প্রমুখ।

Recent Posts

Leave a Comment