খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা!
নিজস্ব প্রতিবেদকঃ
ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরের শেষদিকে হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে বহরটি ফেনীতে প্রবেশের পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুরে এ ঘটনা ঘটে। এতে একাত্তর টিভির প্রতিবেদক শফিক আহমদ, বৈশাখী টিভির প্রতিবেদক গোলাম মোরশেদ ও ডিবিসি টিভির ক্যামেরা পারসন আপন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সোয়া ৫টার দিকে কতিপয় মুখোশধারী দূর্বৃত্ত গাড়ি বহরের শেষদিকে সাংবাদিকদের বহনকারী গাড়িতে প্রথমে ইট নিক্ষেপ করে। এতে একাত্তর টিভি, বৈশাখী টিভি, চ্যানেল আই, ডিবিসি টিভি ও পরিবর্তন ডটকম এর কয়েকটি গাড়িসহ সাংবাদিক বহনকারী ৮ থেকে ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে গাড়িগুলো থেমে গেলে দূর্বৃত্তরা কাছে এসে হামলা করে কাঁচ ভাংচুর করে। এর আগে সাংবাদিকরা গাড়ি থেকে নেমে যায়। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হন। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় আহতদের একটি পেট্রল পাম্পে নিয়ে ডাক্তার ডেকে চিকিৎসা দেয়া হয়।
এ প্রসঙ্গে ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরি জানান, কারা ঘটনাটি ঘটাল তা তদন্ত করে দেখছে পুলিশ।