আজ জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা

 In চাঁদপুর, প্রধান খবর

আজ ১০ নভেম্বর শুক্রবার চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম প্রধান অতিথি এবং তাঁর সহধর্মিণী মিসেস শামসুন্নাহার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি ড. এসএম মনির-উজ-জামান বিপিএম, পিপিএম এবং তাঁর সহধর্মিণী

 
কাজী নুসরাত জাহান।

 

এছাড়া তিনি আজ সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের নবনির্মিত গেট উদ্বোধন, ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ স্মারক ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ এবং পুলিশ লাইন্স জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বেলা আড়াইটায় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনিসহ অন্য অতিথিরা অংশ নিবেন। জেলা পুলিশের এসব অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।

Recent Posts

Leave a Comment